উত্তর :
অবুঝ বয়সে কোন অন্যায় করে থাকলে তা গোনাহের খাতায় লিপিবদ্ধ হবে না। কারণ
তিন শ্রেণীর লোক থেকে কলম উঠিয়ে নেয়া হয়েছে ... যার মধ্যে একজন হ’ল
অপ্রাপ্ত বয়স্ক শিশু (ছহীহ আবুদাঊদ হা/৪৪০১, ৪৪০২; ছহীহ তিরমিযী হা/১৪২৩)। তবে যুবকের আলামত পাওয়া না গেলেও বুদ্ধিমান হ’লে তার গোনাহ লিপিবদ্ধ করা হবে (ছহীহ আবুদাঊদ হা/৪৩৯৯)। অতএব পূর্ণাঙ্গ বুদ্ধিমান হওয়ার পরে কোন অন্যায় করে থাকলে তার জন্য তওবা করবে আর কারো হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দিবে (বুখারী, মিশকাত হা/৫১২৬)।