উত্তর : দ্বীনদার ও উপযুক্ত পাত্রের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসার পরও অভিভাবক বিবাহ না দিলে এবং সাবালিকা মেয়ের পূর্ণ সম্মতি থাকা সত্ত্বেও অভিভাবক অন্যায় যিদ করলে পরবর্তী অভিভাবক হিসাবে চাচা বা সাবালক ভাইয়ের তত্ত্বাবধানে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এতেও ব্যর্থ হ’লে আদালতের শরণাপন্ন হয়ে বিবাহের ব্যবস্থা করবে (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ৩০/১৪৫; উছায়মীন, ফাতাওয়া ইসলামিয়া ৩/১৪৮)। তবে স্মর্তব্য যে, কোনভাবেই গোপনে বা পরিবারের অজ্ঞাতসারে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। কেননা বিবাহ হ’ল প্রকাশ্য বিষয়। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা বিবাহের ঘোষণা দাও’ (আহমাদ হা/১৬১৭৫; ছহীহুল জামে‘ হা/১০৭২)।
প্রশ্নকারী : মেহেরুন নেছা, মীরপুর, ঢাকা।