উত্তর : যাকাত ফরয হওয়ার জন্য সাবালক হওয়া শর্ত নয়। নাবালিকা সন্তানকে এককালীন কোন কিছু দান করে দিলে এবং তা নিছাব পরিমাণ হ’লে সে স্বর্ণের যাকাত দিতে হবে। এক্ষেত্রে স্বর্ণের মালিক নাবালিকা হওয়ায় তার সম্পদ থেকে তত্ত্বাবধায়ক হিসাবে পিতা যাকাত আদায় করে দিবেন। উল্লেখ্য, নাবালিকা সন্তানের সম্পদ আলাদাভাবে হিসাব হবে। যদি সে নিছাব পরিমাণ সম্পদের মালিক না হয়, তবে তার যাকাত আদায় করতে হবে না। কেননা সম্পদ যার কেবল তার জন্যই যাকাত প্রযোজ্য হবে (নববী, আল-মাজমূ‘ ৫/৩০১-৩০২; মুগনী ২/৪৬৫; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৯/৪১০)।
প্রশ্নকারী : মাহবূবুর রহমান, লাকসাম, কুমিল্লা।