উত্তর :
‘কোয়ান্টাম মেথড’ পদ্ধতির মাধ্যমে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের রীতি ও আদর্শকে
সর্বদলীয় ধর্মীয় নীতি হিসাবে দাঁড় করানোর চেষ্টা চলছে। এটা সম্রাট আকবরের
বানানো জগাখিচড়ী ‘দ্বীনে এলাহী’র মত। অথচ অন্য ধর্মের সাদৃশ্য অবলম্বন করা
ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ (আবুদাঊদ হা/৪০৩১)। এটা অভিনব পদ্ধতিতে
মুসলিম সমাজে শির্ক চালু করার মাধ্যম। যেমন- আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে
নিজের উপর স্বয়ংসম্পূর্ণ হওয়া, তুমি চাইলে সবকিছুই করতে পার, ইচ্ছা করলেই
রোগমুক্ত হ’তে পারো, কমান্ড সেন্টারের মাধ্যমে গায়েবী জ্ঞান লাভ করতে পারো,
অন্তর্গুরু কল্যাণ বা অকল্যাণের ক্ষমতা রাখেন ইত্যাদি সবই শিরকী কথা।
আল্লাহকে স্মরণ করার জন্য তারা যে বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছে, তা হিন্দু ও
বৌদ্ধ ধর্মের পদ্ধতি। যা সরাসরি শির্ক। ‘কোয়ান্টাম মেথড’ সব ধর্মকেই সত্য
বলে প্রচার করে। এরা কুরআন এবং হাদীছের অপব্যাখ্যা করে এবং অন্যদের উপাসনা
পদ্ধতিকে ইসলামী পদ্ধতির সাথে সদৃশ কল্পনা করে। বিদ‘আতীরা যেমন বিদ‘আত
প্রতিষ্ঠার জন্য কুরআন-হাদীছের অপব্যাখ্যা করে, এরাও তাই করছে (এ সম্পর্কে বিস্তারিত জানতে গোগলে বাংলা ভাষায় সার্চ করুন)।