উত্তর :
হারাম রুযীর উদ্দেশ্যে হারাম কোন বিষয়ে জ্ঞান অর্জন করা বৈধ নয়।
অনুরূপভাবে যে জ্ঞান হারাম উপার্জনে বাধ্য করে সে জ্ঞান অর্জন করাও বৈধ নয়।
রাসূল (ছাঃ) বলেন, ‘আল্লাহ পবিত্র। তিনি পবিত্র বস্ত্ত ভিন্ন কবুল করেন
না’ (মুসলিম হা/১০১৫; মিশকাত হা/২৭৬০)। তবে ইসলামী রীতি-নীতির উপর
অটল থেকে হক ও বাতিলের মধ্যে পার্থক্য বুঝে হক প্রচার ও প্রতিষ্ঠার
লক্ষ্যে মানব রচিত আইন বা রীতি-নীতি সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়।