উত্তর : সাধারণভাবে কোন নাপাকী কাপড়ে লেগে গেলে তা ধুয়ে নিয়ে ছালাত আদায় করবে। আর ধুলা-বালি বা কাদা-মাটি কাপড়ে লেগে থাকলে তা কাপড়কে নাপাক করে না। বরং পরের ধুলা সেটি বিনষ্ট করে দেয় (আবুদাঊদ হা/৩৮৩; মিশকাত হা/৫০৪)। আর কাপড়ে স্পষ্ট কোন নাপাকী দেখতে পেলে সে স্থানটুকু ধুয়ে ফেলে ছালাত আদায় করবে (ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ২/২২১, ১/৩৮২; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ২/৬৫৬-৫৭; দ্র. হাফাবা প্রকাশিত ‘পোষাক ও পর্দা’ বই)।
প্রশ্নকারী : সাঈদা জাহান, চট্টগ্রাম।