উত্তর :
মসজিদের কাজ আগে সমাপ্ত করা আবশ্যক। আর মসজিদের টাকা ব্যাংকে জমা রেখে
মুনাফা নেয়া সূদের অন্তর্ভুক্ত। আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে পবিত্র মাল
খরচ করতে হবে (বাক্বারাহ ২৬৭)। মসজিদের উনণতি কল্পে আদায় করা টাকা জনসাধারণের আমানত। সেটা মসজিদের কাজে ব্যয় করা কমিটির পবিত্র দায়িত্ব।