উত্তর : যেনা-ব্যভিচার জঘন্য হারাম কাজ। এগুলো থেকে বিরত থাকা এমনকি নিকটবর্তী হওয়া থেকে দূরে থাকাও আবশ্যক (ইসরা ১৭/৩২)। এক্ষণে যেনার মাধ্যমে যেহেতু নারীর পেটে সন্তান চলে এসেছে সেজন্য উভয়ের তওবা করা আবশ্যক এবং ছেলের জন্য আবশ্যক হচ্ছে তাকে বিবাহ করা এবং আগত সন্তান ও তার পরিবারের সম্মান রক্ষা করা (ইবনু তায়মিয়াহ, মাজমূউল ফাতাওয়া ৩২/১১০; ইবনুল ক্বাইয়িম, বাদায়েউল ফাওয়ায়েদ ৪/১০৩)। রাসূল (ছাঃ) বলেন, ‘যেসব নোংরা বস্ত্ত হ’তে দূরে থাকার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন তা হ’তে দূরে থাকবে। আল্লাহ না করুন যদি কেউ তাতে পড়েই যায়, তবে যেন সে তা গোপন করে নেয় আল্লাহর পর্দা দিয়ে। আর মহান আল্লাহর কাছে তওবা করে। কেননা যে ব্যক্তি নিজের গোপন বস্ত্তকে প্রকাশ করে ফেলবে তার উপরে আমরা আল্লাহর কিতাবের ফায়ছালা বা হদ্দ জারী করব’ (ছহীহাহ হা/৬৬৩; ছহীহুত তারগীব হা/২৩৯৫)।
প্রশ্নকারী : নো‘মান, সিলেট।