উত্তর : সুৎরাবিহীন অবস্থায় সিজদার স্থানের ভিতর দিয়ে বিড়াল, ছাগল বা কোন প্রাণী অতিক্রম করলে ছালাতের কোন ক্ষতি হয় না, কেবল কালো কুকুর ব্যতীত। কেননা হাদীছে এসেছে, কালো কুকুর সামনে দিয়ে গেলে ছালাত হবে না (মুসলিম হা/৫১১)। এর অর্থ হ’ল, ছালাতের নেকী কম হয়, তবে ছালাত বাতিল হয় না। কারণ এতে ছালাতের খুশূ-খুযূ ও একাগ্রতা বিনষ্ট হয় (ফাৎহুল বারী ১/৫৮৯ পৃ.; তুহফাতুল আহওয়াযী ২/২৫৯; বুলূগুল মারাম হা/২২৮-এর ব্যাখ্যা দ্র.)।
প্রশ্নকারী : মাহবূব মোরশেদ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।