উত্তর : ‘ওমরী ক্বাযা’ আদায় করার কোন শারঈ ভিত্তি নেই। কোন ব্যক্তির বিগত দিনের ছেড়ে দেওয়া ছালাত ও ছিয়ামের জন্য অনুতপ্ত হয়ে এবং ভবিষ্যতে এ ধরনের অন্যায় না করার প্রতিজ্ঞা করে খালেছ নিয়তে তওবা করলে তার অতীতের গোনাহগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাকে অতীতের ছালাত ও ছিয়াম আদায় করতে হবে না। কেননা বান্দার শেষ আমলটাই গ্রহণযোগ্য হবে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৮৩, ‘তাক্বদীরের উপর ঈমান’ অধ্যায়)। সুতরাং তওবা কবুল হ’লে পূর্বের অন্যায় কর্মের হিসাব আল্লাহ নিবেন না (যুমার ৫৩; তাহরীম ৮)।