উত্তর : গাছ-পালা বা তার
ছবি ঘরে রাখা যাবে। গাছ-পালা মানুষ বা পশু-পাখির অনুরূপ প্রাণ ও বোধশক্তি
সম্পন্ন নয়। জনৈক ব্যক্তি ইবনু আববাস (রাঃ)-কে বললেন, আমি ছবি-মূর্তি অংকন
করি। এটা আমার জীবিকা নির্বাহের পথ। তখন ইবনু আববাস (রাঃ) বললেন, তুমি
গাছ-পালার ছবি অঙ্কন করতে পার এবং যে বস্ত্তর প্রাণ নেই, তার ছবি অঙ্কন
করতে পার (বুখারী হা/২২২৫; মিশকাত হা/৪৫০৭)।