উত্তর : রাসূলুল্লাহ
(ছাঃ) বলেন, সন্তানের সাথে আক্বীক্বা জড়িত। অতএব তোমরা তার পক্ষ হতে রক্ত
প্রবাহিত কর এবং তার থেকে কষ্ট দূর করে দাও (অর্থাৎ তার জন্য একটি পশু যবহ
কর এবং তার মাথার চুল ফেলে দাও)’ (বুখারী, মিশকাত হা/৪১৪৯ ‘আক্বীক্বা’ অনুচ্ছেদ)।
তিনি আরও বলেন, প্রত্যেক শিশু তার আক্বীক্বার সাথে বন্ধক থাকে। অতএব
জন্মের সপ্তম দিনে তার পক্ষ হতে পশু যবেহ করতে হয়, নাম রাখতে হয় ও তার মাথা
মুন্ডন করতে হয় (আবুদাঊদ, নাসাঈ, তিরমিযী, ইরওয়া হা/১১৬৫; মিশকাত হা/৪১৫৩; বিস্তারিত দ্রষ্টব্য: ‘মাসায়েলে কুরবানী ও আক্বীক্বা’ বই)।