উত্তর :
উক্ত ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একজন নবীর স্ত্রী সম্পর্কে এধরনের
কথা রটনা করা মহা অন্যায়। বিভিন্ন তাফসীর গ্রন্থে ও ইসরাঈলী বর্ণনায় এগুলো
পাওয়া যায়। ‘শয়তান এসে তাকে বলল, আপনার স্ত্রী যেনা করে ধরা পড়ায় তার মাথার
চুল কেটে নিয়েছে’ উক্ত কথার কোন ভিত্তি নেই। তবে তার (স্ত্রীর) খেয়ানতের
ব্যাপারে সন্দেহ পোষণ করেছিলেন মর্মে কিছু বক্তব্য পাওয়া যায় (তাফসীর ইবনু আব্দুস সালাম ১/৯৯৯; দ্রঃ নবীদের কাহিনী ১/২৫৫-৫৭)।