উত্তর : উপরোক্ত বর্ণনাটি রাসূলের নয় বরং ইমাম বুখারী ও মুসলিমের উস্তাদ ইবরাহীম বিন মূসা (রহঃ)-এর। রাসূল (ছাঃ) একটি হাদীছে বলেন, শেষ যামানায় আমার উম্মতের মধ্যকার একটি দলকে পূর্ববর্তীদের ন্যায় ছওয়াব প্রদান করা হবে। তারা অসৎকাজে নিষেধ করবে এবং ফিৎনাবাজদের বিরুদ্ধে লড়াই করবে (আহমাদ, মিশকাত হা/৬২৮০; ছহীহাহ হা/১৭০০)। তখন ইবরাহীম বিন মূসাকে জিজ্ঞেস করা হ’ল তারা কারা? তিনি বললেন, ‘তারা আহলেহাদীছ। তারা বলে, রাসূল (ছাঃ) বলেছেন, এটি কর। রাসূল (ছাঃ) বলেছেন, এটি করো না (অর্থাৎ তারা মানুষকে রাসূল (ছাঃ)-এর আদিষ্ট পথে চলার জন্য আহবান জানাবে)’ (সুয়ূতী, মিফতাহুল জান্নাহ, পৃ. ৬৮)।