উত্তর :
নববী যুগে মহিলাদের জন্য পৃথক কোন মসজিদ ছিল না। তারা পুরুষের পিছনে পৃথক
কাতারে ছালাত আদায় করতেন। সুতরাং মহিলাদের জন্য পুরুষদের সাথে একই মসজিদে
পর্দার মধ্যে ছালাত আদায় করাই শরী‘আতসম্মত। তবে যেখানে কেবল মহিলারাই
অবস্থান করেন যেমন মহিলা মাদরাসা, বিশ্ববিদ্যালয় হোস্টেল প্রভৃতি স্থানে
মহিলাদের জন্য পৃথক মসজিদ নির্মাণ করা জায়েয। যেখানে মহিলারাই তাদের ইমামতি
করবে। যেমন হযরত আয়েশা, উম্মে সালামাহ, উম্মে আত্বিয়াহ প্রমুখ মহিলাগণ
মহিলাদের ইমামতি করতেন (বায়হাক্বী, ১/৪০৮; ফিক্বহুস সুন্নাহ ১/৯১, ১৭৭; দারাকুৎনী হা/১০৭১)।