উত্তর : এথেকে বিরত থাকাই উত্তম। কারণ সাধারণভাবে আলো না থাকা এমন কোন সমস্যা নয় যা ছালাতের ব্যাঘাত সৃষ্টি করে। বরং আলো জ্বালাতে গেলে ছালাতের প্রতি একাগ্রতা বিনষ্ট হয়। আর রাসূলুল্লাহ (ছাঃ) আলো বিহীন ঘরেও ছালাত আদায় করেছেন (বুখারী হা/৫১৩, মিশকাত হা/৭৮৬)।
তবে কোন ক্ষতির আশংকা থাকলে আলো জ্বালানো যেতে পারে। যেমন একদা রাসূলুল্লাহ (ছাঃ) দরজা বন্ধ করে নফল ছালাত আদায়রত অবস্থায় আয়েশা (রাঃ) এসে দরজায় শব্দ করলে তিনি ক্বিবলার দিকে থাকা দরজা খুলে দিয়ে পুনরায় ছালাতে ফিরে যান (আবুদাঊদ, নাসাঈ, মিশকাত হা/১০০৫)।