উত্তর :
আছে। মুওয়াযযিনের মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, মুওয়ায্যিনের
আযানের ধ্বনি জিন ও ইনসান সহ যত প্রাণী শুনবে, ক্বিয়ামতের দিন সকলে তার
জন্য সাক্ষ্য প্রদান করবে’ (বুখারী, মিশকাত হা/৬৫৬)। তিনি বলেন, ক্বিয়ামতের দিন মুওয়ায্যিনের গর্দান সবচেয়ে উঁচু হবে’ (মুসলিম, মিশকাত হা/৬৫৪)।
তিনি বলেন, যে ব্যক্তি বারো বছর যাবৎ আযান দিল, তার জন্য জান্নাত ওয়াজিব
হয়ে গেল। তার প্রতি আযানের জন্য ৬০ নেকী ও এক্বামতের জন্য ৩০ নেকী লেখা হয়’
(ইবনু মাজাহ হা/৭২৮, মিশকাত হা/৬৭৮)। তবে ৭ বছর আযান দিলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (তিরমিযী হা/২০৬, মিশকাত হা/৬৬৪)।