উত্তর : এটি
উম্মতে মুহাম্মাদীর বিশেষ বৈশিষ্ট্য, যা অন্য কোন নবীর উম্মতের ব্যাপারে
বর্ণিত হয়নি। পূর্ববর্তী নবীগণ কিভাবে তাদের উম্মতকে চিনবেন সে ব্যাপারে
কিছুই বর্ণিত হয়নি। তবে পূর্ববর্তী উম্মতদের উপরও ওযূর বিধান ছিল। কারণ যখন
ইব্রাহীম (আঃ)-এর স্ত্রী সারা (আঃ) যালেম বাদশার হাতে গ্রেফতার হন, তখন
তিনি ওযূ করে ছালাত আদায় করেন (বুখারী হা/২২১৭)। এছাড়া রাসূল (ছাঃ) তিনবার করে ওযূর অঙ্গ সমূহ ধুয়ে বলেন, এটিই হ’ল আমার ও আমার পূর্ববর্তী নবীগণের ওযূ (ত্বাবারাণী আওসাত্ব হা/৩৬৬১; ছহীহাহ হা/২৬১)। অতএব পূর্ববর্তী উম্মতগণের মাঝে ওযূ ছিল। কিন্তু তারা এই বিশেষ মর্যাদার অধিকারী হবে বলে স্পষ্ট কোন বর্ণনা নেই।