উত্তর :
উক্ত দাবী সঠিক নয়। পেশাব-পায়খানা করার পর পানি দ্বারা পবিত্রতা অর্জন
করতে হবে। পানি না থাকলে ঢেলা বা টিস্যু ব্যবহার করতে হবে। সূরা তওবার ১০৯
আয়াতে পবিত্রতা অর্জনের কারণে আল্লাহ যাদের প্রশংসা করেছেন, তারা পানি
দ্বারা পবিত্রতা অর্জন করতেন (আবুদাঊদ হা/৪৪, সনদ ছহীহ)। ওযূর পর কাপড়ের উপর থেকে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট হবে (আবুদাঊদ হা/১৬৬ ও ২১০)।
এর বাইরে কিছু করার হুকুম নেই। উল্লেখ্য যে, আগে ঢেলা বা টিস্যু দ্বারা
পবিত্রতা অর্জন করতে হবে, তারপর পানি ব্যবহার করতে হবে মর্মে মুসনাদে
বাযযারে যে বর্ণনা এসেছে, তা মওযূ‘ (ইরওয়াউল গালীল হা/৪২-এর আলোচনা দ্রঃ)।