উত্তর : খাতসমূহের
মধ্যে হকদার গরীব আত্মীয়-স্বজনের মধ্যেও বণ্টন করবে। এতে কোন দোষ নেই।
এছাড়া সেখান থেকে সারা বছরের জন্য স্থানীয় বায়তুল মাল ফান্ডে যেটা রাখা
হবে, তা থেকেও প্রয়োজনে অন্যান্য হকদারগণের ন্যায় তারাও পাবেন। উল্লেখ্য
যে, আত্মীয়-স্বজন হকদার না হ’লে তাদের মাঝে ফিৎরা বণ্টন করা যাবে না (আবুদাঊদ হা/১৬০৯)।