উত্তর : পারবে
না। কারণ মসজিদ এবং বাড়ী পৃথক। মসজিদের গুরুত্ব ও মর্যাদা অধিক।
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম স্থান হ’ল মসজিদ’ (মুসলিম হা/৬৭১; মিশকাত হা/৬৯৬)।
রাসূল (ছাঃ) ও তাঁর স্ত্রীদের কক্ষ সমূহ মসজিদে নববীর অতীব নিকটবর্তী হওয়া
সত্ত্বেও তাঁরা স্ব স্ব কক্ষ থেকে বেরিয়ে গিয়ে মসজিদে জামা‘আতের সাথে
ছালাত আদায় করতেন। তিনি বলতেন, যখন মসজিদে ইক্বামত হবে, তখন তোমরা দাঁড়াবে
না, যতক্ষণ না আমাকে ঘর থেকে বের হ’তে দেখবে’ (বুঃ মুঃ মিশকাত হা/৬৮৫)।
অবশ্য পুরুষের জামা‘আত থেকে কিছু দূরে পুরুষ বা মহিলাদের পৃথক জামা‘আত হ’লে একই ইমামের পিছনে মাইকের সাহায্যে ইক্বতিদা করা সম্ভব হ’লে সেটি জায়েয হবে। কারণ এখানে দু’টিই মসজিদ হিসাবে গণ্য হবে। যদিও সেটা মসজিদের বাইরে হয় কিংবা উভয়ের মধ্যে কোন দেওয়াল, রাস্তা বা অনুরূপ কোন প্রতিবন্ধক থাকে (বুখারী হা/৭২৯; আবুদাঊদ হা/১১২৬; মিশকাত হা/১১১৪)।