উত্তর : যে কোন হালাল বস্ত্ত ও প্রাণী মসজিদে দান করা যাবে ও তা বিক্রয় করে মসজিদের উন্নয়ন মূলক কাজে লাগানো যাবে। রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তা‘আলা জান্নাতে তার জন্য একটি গৃহ নির্মাণ করবেন’ (বুখারী হা/৪৫০; মিশকাত হা/৬৯৭)। আয়েশা (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) আমাদিগকে আদেশ দিতেন- আমরা যেন আমাদের এলাকায় মসজিদ নির্মাণ করি, নির্মাণ কাজ সুন্দরভাবে করি এবং মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র রাখি’ (আবুদাউদ হা/৪৫৫ -৪৫৬; তিরমিযী হা/৫৯৪; ছহীহাহ হা/২৭২৪)। অতএব মসজিদের উন্নয়নমূলক কাজে যে কোন হালাল বস্ত্ত দান করা যাবে।