উত্তর : এজন্য কোন আমল নেই। তবে গর্ভের সন্তানের বয়স ১২০ দিন হওয়ার পূর্বে নষ্ট করলে অনুতপ্ত হয়ে খালেছ নিয়তে তওবা করতে হবে এবং ১২০ দিনের পরে নষ্ট করে থাকলে তওবার পাশাপাশি রক্তপণ ও কাফফারা উভয়টি দিতে হবে। গর্ভের সন্তান নষ্ট করার রক্তপণ হচ্ছে গুর্রাহ বা ৫টি উট অথবা সমমূল্যের অর্থ, যা তার উত্তরাধিকারীরা পাবে। তবে তারা যদি মাফ করে দেয়, তাহ’লে রক্তপণ লাগবে না। আর কাফফারা হচ্ছে একজন দাস মুক্ত করা। এতে অক্ষম হ’লে ধারাবাহিকভাবে দু’মাস ছিয়াম পালন করতে হবে (বুখারী হা/৬৯১০; মুসলিম হা/১৬৮১; আল-মুগনী ৮/৩২৭; ফাতাওয়া লাজানা দায়েমাহ ২১/২৫৫, ৩১৬, ৪৩৪-৪৫০)। উল্লেখ্য যে, কোন কোন বিদ্বান মনে করেন যে, প্রথম চল্লিশ দিন অতিক্রম করার পর কেউ গর্ভের সন্তান নষ্ট করলে তাকে কাফফারা ও গুর্রাহ উভয়টি প্রদান করতে হবে (মুসলিম হা/২৬৪৫)। তবে প্রথম অভিমতটিই অগ্রগণ্য।
প্রশ্নকারী : রহমতুল্লাহ, খানসামা, দিনাজপুর।