উত্তর :
রাসূলুল্লাহ (ছাঃ) ছালাতের মধ্যে চারটি স্থানে রাফউল ইয়াদাইন বা হাত
উত্তোলন করার নির্দেশ দিয়েছেন। তাকবীরে তাহরীমা, রুকূতে যাওয়া, রুকু হ’তে
ওঠা এবং দ্বিতীয় রাক‘আতের পর তৃতীয় রাক‘আতে ওঠার সময়। তিনি সিজদার আগে ও
পরে হাত উত্তোলন করতেন না (বুখারী হা/৭৩৮)। হযরত আলী (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন যে রাসূল (ছাঃ) বসা অবস্থায় কখনো হস্ত উত্তোলন করতেন না (আবূদাউদ হা/৭৪৪, তিরমিযী হা/৩৪২৩)।