প্রশ্ন (১৫/৪১৫) : গোসল করার পর ওযূ করার কোন প্রয়োজনীতা আছে কি?
697 বার পঠিত
উত্তর : পবিত্রতা অর্জনের নিয়তে ওযূ করে সর্বাঙ্গ ধৌত করাই গোসলের সুন্নাতী নিয়ম। এভাবে গোসল করলে পুনরায় ওযূ করার প্রয়োজন নেই (মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/৪৩৫; ফিক্বহুস সুন্নাহ ১/৪১)। তবে ওযূ ছাড়াই গোসল করলে পরে ওযূ না করলে ছালাত হবে না।