
উত্তর : এ বিষয়ে সরাসরি হাদীছ না থাকলেও একাধিক ছাহাবী ও তাবেঈর বক্তব্য রয়েছে (শু‘আবুল ঈমান হা/১১৭; ইবনু আবী শায়বাহ হা/৩৫২২৩, সনদ ছহীহ; ইবনু তায়মিয়াহ, মাজমূউল ফাতাওয়া ৫/৩৩৪)। কারণ এতে ঈমান অধিক বৃদ্ধি পায়। এজন্য আল্লাহ তাঁর সৃষ্টিজগত নিয়ে চিন্তা-গবেষণা করার ব্যাপারে কুরআনে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ‘যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আসমান ও যমীনের সৃষ্টি নিয়ে চিন্তা-গবেষণা করে এবং বলে, হে আমাদের পালনকর্তা! তুমি এগুলিকে অনর্থক সৃষ্টি করনি। মহা পবিত্র তুমি, অতএব তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও!’ (আলে ইমরান ৩/১৯১)।
প্রশ্নকারী : মারূফ হাসান, চাঁপাই নবাবগঞ্জ।