উত্তর : এস্তেঞ্জার সময় কমপক্ষে তিনটি ঢিলা ব্যবহার করা আবশ্যক (মুসলিম হা/২৬২; আহমাদ হা/৭৪০৯; আবূ দাউদ হা/৮)। সুতরাং টিস্যু বা অনুরূপ কিছু ব্যবহার করলেও পরিচ্ছন্নতা সম্পর্কে নিঃসন্দেহ হওয়ার জন্য কমপক্ষে তিন বার ব্যবহার করতে হবে (ফাতাওয়া লাজনাহ দায়েমাহ ৫/১২৫)।
যদিও ইমাম মালেক ও দাউদ প্রমুখ মতপ্রকাশ করেন যে, বস্ত্তর সংখ্যা নয় বরং
পরিচ্ছন্নতা অর্জনই শর্ত; তবে জমহূর বিদ্বানগণের মতে রাসূল (ছাঃ)-এর
নির্দেশ মোতাবেক সংখ্যাও সমানভাবে বিবেচ্য (নববী, আল-মাজমূ‘ ২/১০৪-৫)। উল্লেখ্য যে, পানি পাওয়া গেলে ঢিলা, টিস্যু বা অনুরূপ কিছু ব্যবহার করার প্রয়োজন নেই।