উত্তর :
ইসলামী শরী‘আত অনুযায়ী আমীর বা ইমাম যতদিন স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন
করতে সক্ষম হবেন, ততদিন পালন করে যাবেন। তবে রাষ্ট্রের সার্বিক পরিস্থিতি
বিবেচনায় মজলিসে শূরা যখন তাকে এ দায়িত্বের জন্য অক্ষম মনে করবে, তখন তাকে
অব্যাহতি দিবে। রাসূল (ছাঃ) বলেন, ‘কওমের ঐ আমীর কিয়ামতের দিন কঠিন শাস্তির
সম্মুখীন হবেন, কওমের লোকেরা যাকে (তার যুলুমের কারণে) অপসন্দ করে’ (তিরমিযী হা/৩৫৯)।