উত্তর : প্রথমতঃ মসজিদে কবর দেয়া হয়নি। বরং তাঁকে মসজিদে নববীর পাশে অবস্থিত তাঁর বাসঘরে দাফন করা হয়েছে (তিরমিযী হা/১০১৮)। কেননা নবীগণ যেখানে মৃত্যুবরণ করেন সেখানেই কবরস্থ হন (ইবনু মাজাহ হা/১৬২৮, ছহীহুল জামে‘ হা/৫৬৭০)।
৯৪ হিজরীতে মসজিদ সম্প্রসারণের সময় কবরটি মসজিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে
যায়। এ সময় জীবিত ছাহাবী ও তাবেঈগণ এর বিরোধিতা করেন। তাছাড়া মসজিদ আর
বাড়ীর জায়গা যেহেতু পৃথক, তাই কবর উঁচু বাউন্ডারির মাঝে থাকার কারণে কোন
সমস্যা নেই। আর উক্ত কবর স্থানান্তরও করা যাবে না। কারণ নবী-রাসূলগণের
বিষয়টি খাছ (শায়খ মুহাম্মাদ ইবনু ছালেহ্ ওছায়মীন, আল-কাওলুল মুফীদ ‘আলা কিতাবিত তাওহীদ ১/৩৯৮; মাজমূ‘ ফাতাওয়া ২/১৮০-১৮১ ও ৯/৩২১)।