উত্তর : স্ত্রীর জন্য যরূরী হ’ল স্বামীর আনুগত্য করা। স্বামী স্ত্রীকে যেখানে রাখবে সে সেখানেই অবস্থান করবে। স্বামী মাতা-পিতার খিদমত কীভাবে করবে সেটি স্বামীর দায়িত্ব। এক্ষেত্রে স্বামীর সুযোগ থাকলে এবং স্ত্রীর যথাযথ হক আদায় করতে পারলে স্ত্রীকে গ্রামের বাড়িতে রাখতে পারে। কারণ জনৈক ছাহাবী মাতা-পিতার আদেশে স্ত্রীকে তালাক দেওয়ার ব্যাপারে আবুদ্দারদা (রাঃ)-কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি তোমাকে স্ত্রী ছাড়তেও বলব না, রাখতেও বলব না। আমি কেবল অতটুকু বলব, যতটুকু আমি রাসূল (ছাঃ)-এর নিকট থেকে শুনেছি। তিনি বলেছেন, ‘পিতা হ’লেন জান্নাতের মধ্যম দরজা। এক্ষণে তুমি তা রেখে দিতে পার অথবা বিনষ্ট করতে পার’ (তিরমিযী হা/১৯০০; মিশকাত হা/৪৯২৮; ছহীহাহ হা/৯১৪)। তবে পিতা-মাতার এরূপ নির্দেশনায় যদি কোন শরী‘আত বিরোধী ইচ্ছা যুক্ত থাকে, সেক্ষেত্রে স্বামীর জন্য স্ত্রীকে নিয়ে পৃথক থাকাই উত্তম হবে।