উত্তর : ছালাতরত অবস্থায় কোন রাক‘আতে যদি একটি সিজদা হয়েছে বলে প্রবল ধারণা হয়, তবে সালামের পূর্বে আরেকটি সিজদা দিবে এবং সহো সিজদা দিবে। আর ছালাতের পর এমন সন্দেহ হ’লে মসজিদে থাকা অবস্থায় সিজদাটি ক্বাযা আদায় করে নিবে। আর দীর্ঘ সময় অতিক্রান্ত হ’লে তা আর ক্বাযা করতে হবে না (বুখারী হা/৪০১; মুসলিম হা/ ৫৭১; বাহূতী, শারহু মুনতাহাল ইবাদাত ১/২৩৫; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১১/৩০; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৩/৩৮৪)।
প্রশ্নকারী : মুখতারুল ইসলাম, নওদাপাড়া, রাজশাহী।