উত্তর : করতে হবে। কারণ ইদ্দত তালাকের সাথে সম্পর্কিত, মিলনের সাথে নয়। অতএব উক্ত স্ত্রীর ইদ্দতকাল তালাক প্রদানের পর থেকে ধর্তব্য হবে (বাক্বারাহ ২/২২৮)।
তবে বিবাহের পর মিলনের পূর্বে তালাক প্রদান করলে সেক্ষেত্রে এক তালাক
বায়েন হিসাবে গণ্য হবে। এক্ষেত্রে কোন ইদ্দত পালন করতে হবে না (আহযাব ৩৩/৪৯)।