উত্তর :
একাধিক আযানের মধ্যে একটির উত্তর দিলেই যথেষ্ট হবে। তবে যেহেতু আযানের
উত্তর দেওয়া একটি ফযীলতপূর্ণ সুন্নাত, সেহেতু একাধিক আযানের উত্তর দিলে সে
তার ছওয়াব পাবে। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা যখন আযান শুনবে তখন মুওয়াযযিন যা
বলে তোমরাও তা বল’ (বুখারী হা/৬১১; মুসলিম হা/৩৮৩)। যে ব্যক্তি আন্তরিকভাবে আযানের উত্তর দিবে সে জান্নাতে প্রবেশ করবে (মুসলিম হা/৩৮৫; মিশকাত হা/৬৫৮)।