উত্তর :
উক্ত পদ্ধতি শরী‘আত সম্মত নয়। এতে জমি দিয়ে ঋণ গ্রহণকারী অত্যাচারিত হয়।
আর ঋণ প্রদানকারী লাভবান হয় এবং সে বাতিল পন্থায় অন্যের সম্পদ ভোগ করে। যা
করতে আল্লাহ নিষেধ করেছেন (বাক্বারাহ ১৮৮; নিসা ২৯)। তবে চুক্তিতে জমি লীজ নেওয়া জায়েয (বুখারী হা/২৩৪৬-৪৭; মুসলিম হা/৪০৩৩; মিশকাত হা/২৯৭৪)। যেখানে টাকা ফেরত দেওয়ার নিয়ম নেই।