উত্তর : হিন্দুদের তুলসী গাছ পূজার কারণে তা মুসলমানদের জন্য ঔষধ হিসাবে ব্যবহার করা এবং ঔষধের প্রয়োজনে বাড়ীতে লাগানো শরী‘আত পরীপন্থী নয়। কেননা আল্লাহ পাক বলেন, ‘আল্লাহ পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন তোমাদের কল্যাণের জন্য’ (বাক্বারাহ ২/২৯)। তবে কারো যদি এরূপ বিশ্বাস থাকে যে, ‘তুলসী গাছ’ হিন্দুদের উপাস্য হওয়ায় মর্যাদাবান, তাহ’লে তা শিরকের অন্তর্ভুক্ত হবে।
প্রশ্নকারী : আব্দুস সাত্তার, সারদা, রাজশাহী।