প্রশ্ন (৪/৪০৪): জনৈক ব্যক্তি সূরা ক্বদর পাঠের অনেক ফযীলত বর্ণনা করেন। অতঃপর বলেন, যে ব্যক্তি ওযূ করার পর তা তিন বার পাঠ করবে, কিয়ামতের দিন সে নবীগণের সাথে পুনরুত্থিত হবে। এটা কি সঠিক?
463 বার পঠিত
উত্তর : সূরা ক্বদর-এর ফযীলতের প্রমাণে অনেক ছহীহ হাদীছ রয়েছে। কিন্তু ওযূ করার পর পাঠের ফযীলত সম্পর্কে যে বর্ণনা এসেছে তা ভিত্তিহীন (আলবানী, সিলসিলা যঈফাহ হা/৬৮; আজলূনী, কাশফুল খাফা হা/২৫৬৬)।