উত্তর :
মসজিদের মান অক্ষুণ্ণ রেখে মসজিদের কল্যাণার্থে তার জায়গায় বা নীচতলায়
দোকানপাট তৈরী করা শরী‘আতসম্মত। ইমাম ইবনে তায়মিয়াহ (রহঃ) বলেন, মসজিদের
নীচে দোকানপাট তৈরী করা যায়। তাতে কোন দোষ নেই (ফাতাওয়া ইবনে তায়মিয়াহ, ৩১/২১৮)। মিয়াঁ নাযীর হুসাইন দেহলভী (রহঃ) বলেন, ‘মসজিদের কল্যাণার্থে নীচে ও উপরে দোকানপাট করা যায় (ফাতাওয়া নাযীরিয়াহ ১/৩৬৭ পৃঃ)।
উল্লেখ্য যে, মসজিদের ঐ সকল দোকানপাটে শরী‘আত বিরোধী কোন প্রকার
গান-বাজনা, অশ্লীল ছবি ও অবৈধ ব্যবসা-বাণিজ্য করা থেকে অবশ্যই বিরত থাকতে
হবে।