উত্তর :
উক্ত দাবী সঠিক নয়। মানুষকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের দিকেই আহবান করতে
হবে এবং এর মাধ্যমেই যাবতীয় সমাধান সম্ভব। ‘আছছালাতু খায়রুম মিনান্নাউম’
বলার হাদীছটি ছহীহ। শায়খ আলবানী (রহঃ) উক্ত হাদীছকে ছহীহ বলেছেন (আবুদাঊদ হা/৫০০, ৫০১, ৫০৪; নাসাঈ হা/৬৩৩, ৬৪৭; ইবনু মাজাহ হা/৭১৬; মিশকাত হা/৬৪৫)। তবে তিরমিযী ও ইবনু মাজাহতে হাদীছটি যে সনদে বর্ণিত হয়েছে, সেটি যঈফ (তিরমিযী হা/১৯৮; ইবনু মাজাহ হা/৭০৭)।