উত্তর :
শারীরিক এবং আর্থিকভাবে সক্ষম জীবিত ব্যক্তির পক্ষ থেকে বদলী হজ্জ করা
জায়েয হবে না। কেননা আল্লাহ বলেন, আল্লাহর জন্য লোকদের উপর বায়তুল্লাহর
হজ্জ ফরয করা হ’ল, যারা সে পর্যন্ত যাবার সামর্থ্য রাখে’ (আলে ইমরান ৩/৯৭)।
অতএব যারা সামর্থ্যবান তারা নিজেরাই হজ্জ করবে। আরা যারা সামর্থ্যবান নয়,
ঐসকল জীবিত বা মৃত আত্মীয়-স্বজন বা যেকোন ব্যক্তির পক্ষ থেকে হজ্জ করা
যাবে (বুখারী হা/১৮৫২, আবুদাঊদ, মিশকাত হা/২৫২৯)।