উত্তর : ব্যক্তি অনুমতি না দেওয়া পর্যন্ত তা রক্ষা করতে হবে। যদিও তা অন্য কেউ প্রকাশ করে দেয়। রাসূল (ছাঃ) বলেন, কেউ কোন কথা বলার পর মুখ ঘুরালে (কেউ শুনছে কি-না তা লক্ষ্য করে) তা আমানতস্বরূপ’ (আবুদাঊদ হা/৪৮৬৮; মিশকাত হা/৫০৬১; ছহীহাহ হা/১০৯০)। আনাস (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) একবার আমার কাছে একটি বিষয় গোপনে বলেছিলেন। তার মৃত্যুর পরও আমি তা কাউকে জানাইনি। এ ব্যাপারে আমার মা উম্মু সুলায়েম আমাকে জিজ্ঞেস করেছিলেন। কিন্তু আমি তাঁকেও তা জানাইনি (বুখারী হা/৬২৮৯; আহমাদ হা/১৩৩১৭)।