উত্তর :
ফজরসহ যেকোন ফরয ছালাত শেষে মুছল্লী যতক্ষণ স্বীয় স্থানে বসে
তাসবীহ-তাহলীল করে, ততক্ষণ ফেরেশতামন্ডলী তার জন্য দো‘আ করতে থাকে এই মর্মে
যে, হে আল্লাহ! তুমি তাকে ক্ষমা কর ও তার উপর রহম কর (বুখারী হা/৪৪৫, মুসলিম হা/৬৪৯; মিশকাত হা/৭০২)।
তবে ফজরের ছালাতের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে তাসবীহ-তাহলীল করা মুস্তাহাব। আনাস (রাঃ) হ’তে বর্ণিত রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি ফজরের ছালাত জামা‘আতের সাথে আদায় করল এবং সূর্যোদয় পর্যন্ত মুছাল্লায় বসে থেকে যিকির-আযকার করল। অতঃপর দু’রাক‘আত ছালাত আদায় করল, সে একটি হজ্জ ও ওমরাহর ন্যায় ছওয়াব পেল। (তিরমিযী হা/৫৮৬; মিশকাত হা/৯৭১)।