উত্তর : কুরআন তেলাওয়াতের শুরুতে এক বার ‘আ‘ঊযুবিল্লাহ’ এবং ‘বিসমিল্লাহ’ পাঠ করবে। অতঃপর তেলাওয়াতরত অবস্থায় কিছুক্ষণ বিরতি নিলে কেবল ‘আ‘ঊযুবিল্লাহ’ পাঠ করা মুস্তাহাব। আর সূরার প্রথম থেকে শুরু করলে ‘বিসমিল্লাহ’ পাঠ করবে (নাহল ১৫/৯৮; নববী, আত-তিবইয়ান ১০০ পৃ.; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ৪/৬; উছায়মীন, লিকাউল বাবিল মাফতূহ ১/১৭৭)। বক্তব্যের মাঝে বা কুরআনী দো‘আ পাঠের শুরুতে কোন কিছু পাঠ করার প্রয়োজন নেই।
প্রশ্নকারী : আব্দুর রহমান
মণিপুর, গাযীপুর।