উত্তর : স্বামী জেলে থাকলে বিবাহ বিচ্ছিন্ন হয় না। এক্ষণে মহিলা যা করেছে তা ভুল করেছে। যা যেনার শামিল। অতএব স্ত্রী তওবা করবে। অতঃপর বিবাহ ছাড়াই সংসার শুরু করবে। স্মর্তব্য যে, দীর্ঘদিনের জন্য স্বামী কারান্তরীণ থাকলে প্রয়োজনে স্ত্রী স্বামীর নিকটে তালাক চাইতে পারে (ইবনু তায়মিয়াহ, আল-ফাতাওয়াউল কুবরা ৫/৪৮১-৪৮২)। অথবা নিজে ‘খোলা’-র মাধ্যমে বিবাহ বিচ্ছিন্ন করতে পারে।