প্রশ্ন (১৭/৪১৭) : ‘ছা‘লাবা নামে জনৈক আনছারী ইয়াতীম ছাহাবী জনৈক নারীকে বস্ত্রবিহীন ও গোসলরত অবস্থায় দেখে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে একপর্যায়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন’। এ ঘটনার কোন সত্যতা আছে কি?
635 বার পঠিত
উত্তর: ঘটনাটি মাওযূ‘ বা জাল (আল-মুগনী ফিয-যুআ‘ফা ১/২৮৫)। ইবনুল জাওযী বলেন, বর্ণনাটি জাল। এর সনদে একদল দুর্বল রাবী রয়েছে (আল-মাওযূ‘আত ৩/১২১)। ইবনু হাজার বলেন, এটি গল্প মাত্র (আল-ইছাবাহ ১/৪০৫)। অতএব এসব ঘটনা বিশ্বাস করা বা প্রচার করা নিষিদ্ধ।