উত্তর : সফর অবস্থায় জামা‘আতে ছালাত আদায় করা ওয়াজিব নয় (ছহীহুল জামে‘ হা/৫৪০৫, আলবানী, ইরওয়াউল গালীল হা/৫৯৪ আলোচনা দ্রষ্টব্য)।
তবে সফরে কোথাও অবস্থানরত অবস্থায় সম্ভবমত জামা‘আতের সাথে ছালাত আদায় করা
উচিত। আর ছালাত জমা করার পরও পুনরায় উক্ত ছালাত জামা‘আতের সাথে আদায় করা
যাবে। এক্ষেত্রে পরেরটি তার জন্য নফল হবে (মুসলিম, মিশকাত হা/৬০০)।