উত্তর : লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার অনেক ফযীলত আছে। যেমন (১) একে জান্নাতের ধনভান্ডার বলা হয়েছে (বুখারী হা/৪২০৫; মিশকাত হা/২৩০৩)। (২) জান্নাতের দরজা বলা হয়েছে (তিরমিযী হা/৩৫৮১; ছহীহাহ হা/১৭৪৬)। (৩) এটি পাঠ করে দো‘আ করলে দো‘আ কবুল হয় (বুখারী হা/১১৫৪; মিশকাত হা/১২১৩)। (৪) বাড়ি থেকে বের হওয়ার সময় পাঠ করলে নিজেকে হেফাযত করা যায় এবং শয়তান দূরে সরে যায় (তিরমিযী হা/৩৪৩৭; ছহীহুত তারগীব হা/১৬০৫)। (৫) এটি নিয়মিত পাঠ করলে সমুদ্রের ফেনারাশি সমান গুনাহ হ’লেও ক্ষমা করে দেওয়া হয় (তিরমিযী হা/৩৪৬০; ছহীহুত তারগীব হা/১৫৬৯)। (৬) এটি পাঠ করলে জান্নাতে একটি করে বৃক্ষ রোপণ করা হয় (ছহীহুত তারগীব হা/১৫৮৩)। তবে এটি পাঠ করলে বিপদাপদ দূর হয় বা চিন্তা দূর হয় মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (হাকেম হা/১৯৯০; মিশকাত হা/২৩২০; যঈফুল জামে‘ হা/৬২৮৬; যঈফুত তারগীব হা/৯৮০)।
প্রশ্নকারী : মিনহাজ পারভেয, হড়গ্রাম, রাজশাহী।