উত্তর : ‘আল্লাহু আ‘লাম’ বা আল্লাহ সর্বাধিক অবগত বলায় বা লেখায় কোন বাধা নেই এবং এতে কোন ছহীহ হাদীছের প্রতি সন্দেহ পোষণ করাও হবে না। বরং এরূপ বলাই আদবের পরিচয়। কারণ প্রত্যেক মানুষই ভুলকারী (তিরমিযী হা/২৪৯৯, মিশকাত হা/২৩৪১)। আর আল্লাহ বলেন, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছেন (ইউসুফ ১২/৭৬)। আব্দুল মুহসিন আল-‘আববাদ বলেন, কেউ যদি কোন বিষয়ে পূর্ণ জ্ঞান রাখে আর বলে যে, ‘আল্লাহ আ‘লাম’, তাহ’লে তার কথা সঠিক হবে। কারণ আল্লাহ সর্বাধিক জ্ঞাত (শারহু আবুদাউদ ৪/৩৬৪)।