উত্তর :
চিল্লায় যাওয়া ও স্ত্রীকে সঙ্গে নেওয়া দু’টিই নাজায়েয। কারণ প্রচলিত
তাবলীগ জামা‘আত স্বপ্নে পাওয়া ইলিয়াসী তরীকা মাত্র। রাসূল (ছাঃ)-এর তরীকার
সাথে এর কোন সম্পর্ক নেই। উক্ত নবোদ্ভূত তরীকা থেকে বিরত থাকতে হবে।
তাবলীগের নামে দলবদ্ধভাবে ৪০ দিনের জন্য চিল্লায় বের হওয়া দ্বীনের মধ্যে
একটি নতুন সৃষ্টি। রাসূল (ছাঃ) বলেছেন, যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে নতুন
কিছু সৃষ্টি করে যা তার মধ্যে নেই, তা প্রত্যাখ্যাত’ (বুখারী হা/২৬৯৭; মুসলিম হা/৪৫৮৯; মিশকাত হা/১৪০)।