উত্তর : নেকীর কাজে মানুষকে উৎসাহিত ও আকৃষ্ট করার উদ্দেশ্যে এরূপ করায় কোন বাধা নেই (ইসলাম ওয়েব, ফৎওয়া ক্রমিক : ৫৭৬২৬)। ছাহাবীদের সাথে নিয়ে রাসূল (ছাঃ) মসজিদে ক্বোবা ও মসজিদে নববী প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে কথিত মসজিদে যিরারে গিয়ে শুরুতে ছালাত আদায়ের জন্য রাসূল (ছাঃ) দাওয়াত কবুল করেছিলেন এই মর্মে যে, তাবূক অভিযান থেকে ফিরে এসে তিনি সেখানে যাবেন। কিন্তু মদীনার কাছাকাছি এসে তিনি আল্লাহর পক্ষ থেকে অহী প্রাপ্ত হন এবং তাদের কপট উদ্দেশ্য সম্পর্কে অবগত হন। ফলে তিনি লোক পাঠিয়ে ঐ মসজিদ পুড়িয়ে দেন (দ্র. সীরাতুর রাসূল (ছাঃ) সংশ্লিষ্ট অধ্যায়)। তবে উক্ত নেকীর কাজে কোনভাবেই শরী‘আতের সীমালংঘন করা যাবেনা।
প্রশ্নকারী : আলতাফ হোসেন, হালসা, নাটোর।