উত্তর : দুর্গন্ধনাশক
স্প্রে বা জীবাণুনাশক স্যানিটাইজারে অত্যধিক মাত্রায় এ্যালকোহল থাকলে তা
ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কারণ যা মাদকতা আনে তা খাওয়া, পান করা,
ব্যবহার, ক্রয়-বিক্রয় সবই হারাম (তিরমিযী হা/১২৯৫; মিশকাত হা/২৭৭৬, সনদ
ছহীহ; ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ২৮/৩৩৭; ফাতাওয়া লাজনা দায়েমাহ
১৩/৫৪, ২২/১৪৪; আল-মাউসূ‘আতুল ফিকহিয়াহ ৫/২৫)। তবে সংরক্ষণের উদ্দেশ্যে যদি মাদকতা আনে না এমন সামান্য পরিমাণ এ্যালকোহল ব্যবহার করা হয়, তবে তা জায়েয (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৩/৫৪; উছায়মীন, মাজমূ‘উল ফাতাওয়া নং ২৮৭; ১২/৩৭০)।